1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
বেনাপোল দিয়ে কার্গোরেলে এই প্রথম অক্সিজেন আমদানি - Dainikasharalo.com
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




বেনাপোল দিয়ে কার্গোরেলে এই প্রথম অক্সিজেন আমদানি

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৬০৮ বার পঠিত:
বেনাপোল দিয়ে কার্গোরেলে এই প্রথম অক্সিজেন আমদানি

বেনাপোল প্রতিনিধিঃ
এই প্রথম ভারত থেকে কার্গো রেলে অক্সিজেন আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে। শনিবার রাত ১০ টার দিকে অক্স্রিজেন বাহি কার্গো রেলটি ভারতের জামসেদপুর থেকে বেনাপোল বন্দরে এসে পৌছায়। রেলটিতে ১০ টি কন্টেইনারে ২০০ মেট্রিকটন অক্সিজেন ছিল। অক্সিজেনের আমদানিকারক লিন্ডে বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানির প্রতিনিধি শুভ আহমেদ জানান, ভারতে করোনা পরিস্থিতির একটু উন্নতি হওয়ায় সে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আবারও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে। তার ধারাবাহিকতা আজ প্রথম একটি কার্গো রেলে ১০ টি কন্টেইনারে ২০০ মেট্রিক অক্সিজেন আমদানি হয়।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান জানান, এই প্রথম বেনাপোল স্থল বন্দর দিয়ে রেল যোগে অক্সিজেন আমদানি করা হচ্ছে। করোনাকালীন সময়ে অক্সিজেন আমদানি করা হলে তা সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে দ্রুত এ অক্সিজেন খালাস করতে কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ-পরিদর্শক এনামুল হক জানান, বেনাপোল রেল ষ্টেশন থেকে রেলওয়ে নিরাপত্তা কর্মীরা অক্সিজেনবাহী কার্গোরেলটি নিরাপত্তা দিয়ে গন্তব্যে নিয়ে যাবে।বেনাপোল রেলওয়ে ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, অক্সিজেন আমদানি কারক বাংলাদেশের লিন্ডে বাংলাদেশ। রফতানি কারক ভারতের লিন্ডে ইন্ডিয়া।

অক্সিজেন পরিবহনকারী কার্গোরেলের বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ মেহেরুল্লাহ জানান, বাংলাদেশে অক্সিজেনের চাহিদা থাকায় সাম্প্রতি ভারত থেকে অক্সিজেন আমদানি বেড়েছে। স্বাভাবিক সময়ে গড়ে প্রতিদিন ৫০ টন অক্সিজেন আমদানি হয়ে থাকলেও বর্তমানে এ অক্সিজেন আমদানির পরিমান বেড়েছে প্রতিদিন গড়ে ১১০ মেঃটন। স্থলপথে ট্রাকে ও রেলে অক্সিজেন আমদানি হচ্ছে।

 




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!