1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
বাঙালী জাতির সকল লড়াই সংগ্রাম ও ঐতিহ্যর সংগ্রামে জড়িয়ে আাছে বাংলাদেশ আওয়ামীলীগ- মেয়র আশরাফুল আলম লিটন - Dainikasharalo.com
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




বাঙালী জাতির সকল লড়াই সংগ্রাম ও ঐতিহ্যর সংগ্রামে জড়িয়ে আাছে বাংলাদেশ আওয়ামীলীগ— মেয়র আশরাফুল আলম লিটন

  • প্রকাশিত : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৪৬২ বার পঠিত:

বেনাপোল প্রতিনিধিঃ
যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন পবিত্র রমজান মাসে আমরা রোজা রেখে আমরা আমাদের শরীরকে পোড়াই, আমাদের শরীরকে খাটি করি এবং সবচেয়ে বেশী খাটি করি আমাদের নাফসকে। যে নাফস অনেক সময় অনিয়ন্ত্রতি হয়ে আমরা ভুল ভ্রান্তির মধ্যে জড়িয়ে পড়ি। অনেক সময় আমরা অন্যের অনিষ্টর কারন হয়ে উঠি অন্যের ক্ষতির কারন হয়ে উঠি অন্যের অবমানের কারন হয়ে ্উঠি স্ইে নাফসকে নিয়ন্ত্রন করার মাস এই রমজান মাস। আজকে সেই মাসে দাড়িয়ে একটি কথা বলতে চাই। আমরা যারা বাংলাদেশ আওয়ামীলীগ করি, কেন করি, কারন এই সংগঠনের নেতা জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাঙাালীর জাতির সকল লড়াই সংগ্রাম ঐতিহ্যর সংগ্রামে শেখ মুজিব এবং শেখ হাসিনা জড়িয়ে রয়েছে। দেশের উন্নয়ন মানে বাংলাদেশ আওয়ামীলীগ, দেশের স্বাধীনতা মানে বাংলাদেশ আওয়ামীলীগ, নির্যতিত নিপিড়ীত মানুষের অধিকার আদায়ের সকল কর্মসুচী বাংলাদেশ আওয়ামীলীগ। সেই আওয়ামীলীগের একটি আদর্শ রয়েছে সেই আওয়ামলীগের একটি সৌন্দর্য রয়েছে সেই আওয়ামীলীগের কর্মপন্থা রয়েছে। সেই কর্মপন্থায় কোন জুলূম আর অত্যাচার প্রশ্রয় পায় না। জুলূম আর অত্যারচারীরা বাংলাদেশ আওয়ামীলীগে প্রশ্রয় পায় না। কথা গুলো বললেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে মেয়র আশরাফুল আলম লিটন।

রোববার বেনাপোল পৌর আওয়ামীলীগ আয়োজিত বেনাপোল সোনালী ব্যাংক চত্বরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহাবায়ক আহসান উল্লাহ মাষ্টার।
প্রধান অতিথি মেয়র আশরাফুল আলম লিটন বলেন, গত ২০ টি বছর শার্শার আওয়ামীলীগের মধ্যে চলছে অত্যাচার লুন্ঠন, হত্যা গুম নানা ধরনের ষড়যন্ত্র। জামাত বিএনপি থেকে আসা লোককে আওয়ামীলীগে এনে ক্ষত বিক্ষত করছে। আমাদের সেই ষড়যন্ত্রকারীকে প্রত্যাখান করতে হবে। ১৯৮১ সালে জাতির জনকের কন্যা এদেশে এসে তার পরিবারকে পায়নি। তিনি নিজে বার বার জেল জুলূম অত্যাচার নিপিড়ন সহ্য করে হাজার হাজার মেঠো পথ হেটেছেন। ১৯৮১ সাল থেকে এপর্যন্ত ৩৪ বার তাকে হত্যা করতে চেয়েছিল। তবুও তিনি থেমে নেই। আজ পৃথিবীর সকল রাষ্ট্র নায়করা শেখ হাসিনার গল্প করে। তার উন্নয়ন নিয়ে গল্প করে বিশে^র নেতারা। আজ পিতার দেখানো স্বপ্নকে বাস্তবায়ন করতে এই নেত্রী এগিয়ে চলেছে কাজ করে যাচ্ছে। আর সেই নেত্রীর দল করে তার ছত্র ছায়ায় থেকে আ্জ যারা বাংলাদেশ আওয়ামীলীগকে কলুষিত করে তুলেছে তাদের কোন রকম ছাড় দেওয়া হবে না। এই শার্শার মাটিতে প্রায় ৫৪ জন আওয়ামীলীগ নেতা হত্যার শিকার হয়েছে। সম্প্রতি মগর আলীকে হত্যা করা হয়েছে এবং তা ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্ট চালানো হচ্ছে। কারন মগর আলী ছিল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি। তাকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পদক আজিবর রহমান,শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী বনও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, অর্থ সম্পাদক খোদাবক্স, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান , বদিয়ার রহমান তরফদার, বেনাপোল ৯ নং ওয়ার্ড আওয়ামলীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আাশা প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী সাংস্কৃতিক ফোরামের যশোর জেলার কার্যকরি সদস্য জাকির হোসেন আালম ।




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!