1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
বংলাদেশ স্থল বন্দর এমপ্লয়ীজ ইউনিয়ন এর নির্বাচনে জাহাঙ্গীর সাগির পরিষদ বিজয় অর্জন করেছে - Dainikasharalo.com
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




বংলাদেশ স্থল বন্দর এমপ্লয়ীজ ইউনিয়ন এর নির্বাচনে জাহাঙ্গীর সাগির পরিষদ বিজয় অর্জন করেছে

  • প্রকাশিত : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩০ বার পঠিত:
বংলাদেশ স্থল বন্দর এমপ্লয়ীজ ইউনিয়ন এর নির্বাচনে জাহাঙ্গীর সাগির পরিষদ বিজয় অর্জন করেছে

বেনাপোল প্রতিনিধিঃ
বাংলাদেশ স্থল বন্দর (বাস্থবক) কর্তৃপক্ষর এমপ্লয়ীজ ইউনিয়ন এর দ্বি-বার্ষিক ২০২১-২২ নির্বাচনে জাহাঙ্গীর – সাগির সম্মিলিত পরিষদ বিজয় অর্জন করেছে। এই নির্বাচনে জাহাঙ্গীর আলম ও সাইফুল ইসলাম সাগির সম্মিলীত পরিষদ এবং মেহেদী হাসান ও ফিদা হাসান সন্মিলিত ঐক্য পরিষদের দুটি প্যানেল নির্বাচনে অংশ গ্রহন করেন। এতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম ৫০ ভোট পেয়ে জয় লাভ করেছে তার নিকটতম প্রতিদ্বন্দী মেহেদী হাসান পেয়েছে ৪০ ভোট। অপরদিকে একই প্যানেলের সাইফুল ইসলাম সাগির সাধারন সম্পাদক পদে ৬০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী ফিদা হাসান পেয়েছেন ৩১ ভোট।
বাস্থবক কর্তৃপক্ষর এমপ্লয়ীজ ইউনিয়ন এর ১৩ টি স্থল বন্দরে বুধবার এক যোগে ভোট গ্রহন হয়। মোট ৯৬ ভোটের মধ্যে উল্লেখিত ভোট পেয়ে জাহাঙ্গীর – সাগির পরিষদ সভাপতি ও সাধারন সম্পাদক সহ পুরো প্যানেলে জয়লাভ করে।

বেনাপোল স্থল বন্দরের আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের দ্বিতীয় তলায় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কামাল হোসেন, প্রিজাইডিং অফিসার এর দায়িত্বে ছিলেন মোঃ খোরশেদ আলম, সহকারী প্রিজাইডিং অফিসার রনি কুমার বসাক ও সাইফুল ইসলাম ।

প্রধান নির্বাচন কমিশনার কামাল হোসেন বলেন. অত্যান্ত শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ১৩ টি স্থল বন্দরে মোট ৯৬ জন ভোটার । তারা স্বতস্ফুর্ত ভাবে ভোট প্রদান করেছেন।

তবে মেহেদী – ফিদা পরিষদের সভাপতি প্রার্থী মেহেদী হাসান ভোমরা স্থল বন্দরে নিয়ম ভঙ্গ করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার অভিযোগ এনেছে। এই মর্মে তিনি প্রধান নির্বাচন কমিশনার কামাল হোসেনের নিকট লিখিত অভিযোগ করেছেন ভোমরা স্থল বন্দরের নির্বাচন স্থগিতের জন্য। তিনি লিখিত অভিযোগে বলেন, ওই বন্দরের কর্মকর্তারা জোর করে ভোটারদের সকলের সামনে ভোট দিতে বলেন। এতে ভোটাররা বিপাকে পড়ে যায়। যা নির্বাচন বহির্ভূত কাজ বলে তিনি দাবি করেন।

নবনির্বাচিত সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সাগির বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। এখানে কোন কারচুপি বা অনিয়ম হয়নি। পরাজীতরা সব সময় অভিযোগের দোহা তুলে থাকে এখানেও সেই রকম অভিযোগ ভোমরা স্থল বন্দরের প্রতি করেছে। তিনি নির্বাচনে সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়ে তার ইউনিয়ন এর সকল সদস্যর দাবি দাওয়া কর্তৃপক্ষর কাছে তুলে ধরবেন বলে অঙ্গীকার করেন।

 




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!