1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দুরে যাচ্ছে ভারতীয় চালক হেলপার আমদানি রফতানি ট্রাক চালকদের স্থাস্থ্য পরীক্ষার জন্য জিরোপয়েন্টে নেই কোন স্বাস্থ্য কর্মী - Dainikasharalo.com
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দুরে যাচ্ছে ভারতীয় চালক হেলপার আমদানি রফতানি ট্রাক চালকদের স্থাস্থ্য পরীক্ষার জন্য জিরোপয়েন্টে নেই কোন স্বাস্থ্য কর্মী

  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৬১৭ বার পঠিত:
জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দুরে যাচ্ছে ভারতীয় চালক হেলপার আমদানি রফতানি ট্রাক চালকদের স্থাস্থ্য পরীক্ষার জন্য জিরোপয়েন্টে নেই কোন স্বাস্থ্য কর্মী

বেনাপোল প্রতিনিধিঃ
কঠোর লকডাউনে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢিলে ঢালা স্বাস্থ্যবিধি মেনে দেশের বৃহত্তম স্থলবন্দরে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টি ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য জিরো পয়েন্টে স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসকের কোন উপস্থিতি নেই। ইচ্ছে মত গাড়ি নিয়ে ঢুকে পড়ছে দেশের অভ্যান্তরে। অপরদিকে এ পথে প্রতিদিন ২০০ থেকে ২৫০ টি ট্রাক রফতানি পণ্য নিয়ে ভারতে প্রবেশ করে। কোন চালক ও হেলপারদের তাপমাত্রা পরীক্ষা না করে এরা উভয় দেশের সীমান্ত অতিক্রম করছে। সবচেয়ে বেশী অসুবিধা হচ্ছে ভারতীয় পাথর বোঝাই ট্রাক বন্দর এলাকায় জায়গা না থাকায় জিরো পয়েন্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দুরে যেয়ে আনলোড করছে। আর এই সব পাথর আনলোড করতে সময় লাগছে প্রায় দুই সপ্তাহ। এতদিন ভারতীয় চালক ও হেলপাররা এদেশে ইচ্ছা খেয়াল খুশী মত চলাচল করে।

জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার দুরে যাচ্ছে ভারতীয় চালক হেলপার
আমদানি রফতানি ট্রাক চালকদের স্থাস্থ্য পরীক্ষার জন্য জিরোপয়েন্টে নেই কোন স্বাস্থ্য কর্মী

স্থল বন্দর বেনাপোল এর ওয়্যারহাউজে কর্মরত শ্রমিকরা বলেন প্রায় প্রতিদিন ভারতীয় তিন থেকে ৪ শত ট্রাক পণ নিয়ে এই বন্দরে প্রবেশ করে। বাধ্য হয়ে ওই চালকরা পণ্য নামানোর সময় ট্রাক নিয়ে শেডে অথবা ওয়্যারহাউজ ইয়ার্ডে অবস্থান করে। তখন তাদের সাথে মিশে অত্যান্ত ঝুকি নিয়ে পণ্য উঠানো নামানোর কাজ করতে হয়।
বেনাপোলের আমড়াখালী গ্রামের আব্দুর রশীদ বলেন বেনাপোল জিরোপয়েন্ট থেকে ৫ কিলোমিটার দুরে আমড়াখালী নামক স্থানে পাথর বোঝাই ট্রাক আসে। এখানে কোন স্বাস্থ্য বিধি মানা হ্েচ্ছ না। ভারতীয় ট্রাক চালকরা খাবারের জন্য বিভিন্ন দোকানে বসে এদেশের মানুষের সংস্পর্শে আসে। ফলে তাদের মধ্যে কোন করোনা জীবানু থাকলে এদেশের মানুষের মাঝে খুব সহজে ছড়াতে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারাদিন মাঠে থাকলেও বাধ্য হয়ে এদের কিছু বলতে পারে না। এ বিষয়টি দেখার জন্য তিনি প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন।

বেনাপোল বন্দর এর সিএন্ড এফ মালিক আব্দুল মান্নান বলেন, সর্বাত্নক লকডাউন যখন চলছে তখন আমদানি রফাতানি চলাচল রেখে এ লক ডাউন সফল হবে না। কারন করোনা মহামারি ভারতীয় জীবানু যাতে দেশে প্রবেশ করতে না পারে তার জন্য আমদানি রফতানি বন্ধ করে দেওয়া উচিৎ।

বেনাপোল চেকপোষ্ট এলাকার শ্রমিক নেতা শামিমুর রহমান বলেন, এটা একটি হাস্যকর লকডাউন। কারন আমদানি রফতানি সচল রেখে চলছে লকডাউন। আর ভারতীয় ট্রাক চালকরা চলে যাচ্ছে দেশের মধ্যে ৫ কিলোমিটার। ওদিকে ভারত ফেরত পাসপোর্টযাত্রীদের লাগছে করোনা সনদ, হাই কমিশনারের অনুমোদন। তারপর আবার নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। সে ক্ষেত্রে এ নিষ্ঠুর লকডাউনের জন্য করোনা সনদ লাগছে না আমদানি রফতানি ট্রাক চালক ও হেলপারদের।

বেনাপোল ভবেরবেড় সানফ্লাউয়ার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা আক্তার কল্পনা বলেন ভারতীয় ট্রাক চালকরা মাঠে পাথর বোঝাই ট্রাক রেখে গ্রামে ঢুকে পড়ছে। গ্রামের দোকানে বসে বিড়ি সিগারেট চা পান করছে। তাদের থেকে করোনা ছড়ানো নিয়ে আশঙ্কা প্রকাশ করছে এলাকার মানুষ। একি তামাসার লকডাউন চলছে? লকডাউন দিতে হলে আমদানি রফতানি বন্ধ করে দিতে হবে। তাতে যদি ফল পাওয়া যাবে।

বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, আমদানি রফতানি চালু রাখা রাষ্ট্রের সিদ্ধান্ত। আর পণ্য আমড়াখালী পর্যন্ত বাধ্য হয়ে রাখতে হচ্ছে বন্দরে জায়গা না থানায়।

 




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!