বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। সরকারী নির্দেশনা না মানায় ৫ জনকে এক হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।
মীর আলিফ রেজা বলেন, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য ও মাস্ক পরিধান না করায় পাঁচজনকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। আর জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।