1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
শার্শায় ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সপ্তাহে ৫ শতাধিক পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা - Dainikasharalo.com
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




শার্শায় ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সপ্তাহে ৫ শতাধিক পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

  • প্রকাশিত : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬১২ বার পঠিত:
শার্শায় ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সপ্তাহে ৫ শতাধিক পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা

বেনাপোল প্রতিনিধিঃ
করোনা মহামারি দুর্যোগে কাজ না থাকায় ঘরবন্দী মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকে লজ্জ্বায় সাহয্যও চাইতে পারছে না। এমনি সময় এসব মানুষের অসহায়ত্বর কথা ভেবে সরকার খাদ্য সহায়তা দেওয়ার জন্য ৩৩৩ নম্বরটি প্রচার করায় অনেকে সহায়তা পাচ্ছে। এ নাম্বারে ফোন করলে খাদ্যকষ্টে থাকলে তাকে খাদ্য সহয়তা দেওয়া হচ্ছে। আর এদের এনআইডি কার্ড নিয়ে এ সহায়তা দেওয়া হচ্ছে। সপ্তাহে শার্শা থানা এলাকায় প্রায় ৫ শতাধিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সোমবার সজেজমিনে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসের সামনে দেখা গেছে প্রায় ৭৫ জনকে ৩৩৩ নাম্বরে ফোন দেওয়া উপকারভোগীকে ১০ কেজি চাউল, ৫ কেজি আটা, দুই লিটার তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিধি মেনে।

শার্শার মহিদুল ইসলাম, স্বরুপদাহ গ্রামের খোদেজা বেগম, মনোয়ারা বেগম বলেন, করোনার মধ্যে কোন কাজ নেই। লজ্জায় কারো কাছে হাত পাততে পারছি না। তাই সরকারের ৩৩৩ নম্বরে ফোন দিয়ে আজ আমরা এ সহায়তা পেয়েছি।

কার্শা উপজেলা প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, যারা ৩৩৩ নাম্বারে ফোন করছে তাদের তালিকা তৈরী করা হচ্ছে । তবে সামাজিক ভাবে এরা যাতে হেয় প্রতিপন্ন না হয় তার জন্য পরিচয় গোপন করা হচ্ছে। প্রতিদিন ৫০ থেকে ১০০ জনকে সরকারের এ ত্রান সামগ্রী দেওয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমশিনার (ভুমি) রাসনা শারমীন মিথিলা বলেন, যারা ফোন দিয়ে এ সহায়তা নিচ্ছে তাদের ডাটাবেজ ও তালিকা তৈরী করা হচ্ছে। একজন উপকারভোগী যাতে বার বার এ সাহায্য নিতে না পারে তার জন্য এ ডাটাবেজ। এরা জাতিয় পরিচয়পত্র দিয়ে সরকারের দেওয়া এ ত্রান সামগ্রী নিবে। তবে তাদের পরিচয় গোপন রাখা হবে। প্রতি সপ্তাহে এ তালিকায় ৫ শতাধিক এর মত পরিবার এ সহায়তা নিচ্ছে।

 




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!