বেনাপোল প্রতিনিধিঃ
ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ এর বেনাপোল -পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে ৫৭ তম রাইজিং ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলে উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর মধ্যে মিস্টি, ফল ও উপহার সামগ্রীও বিতরন করেছেন। এছাড়া সৌহার্দ সম্প্রীতি ও বন্ধত্ব বজায় রাখার জন্য দুই দেশের রিট্রিট শ্রীমনি ও পতাকা উত্তোলন করোনা ভাইাসের কারনে বন্ধ থাকায় প্রায় দুই বছর পর আজ আবার শুরু হয়েছে। এ উপলে উভয় দেশের বিজিবি ও বিএসএফ এর অধিনায়কেরাও উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ৫ টার সময় ভারতীয় সীমান্তরী বাহিনী (বিএসএফ) ও বর্ডারগার্ড বাংলাদেশ এর মধ্যে নোম্যান্সল্যান্ডে কুচকাওয়াজ ও মিষ্টি এবং বিএসএফর রাইজিং ডে উপলে উপহার বিতরনের মধ্যে দিয়ে পালিত হয়। ভারতের পে উপস্থিত ছিলেন ১৭৯ ব্যাটালিয়নের টু¦-আইসি কুলদিপ ও বাংলাদেশের পে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে,কর্নেল সেলিম রেজা।
এসময় দীর্ঘ দিন পর দুই দেশের বন্ধুত্বপূর্ন রিট্ট্রিট শ্রীমনি দেখার জন্য ভারত বাংলাদেশ এর গ্যালারিতে শত শত দর্শক উপস্থিত হয়। দর্শকরা কুচকাওয়াজের সময় উভয় দেশের সৈনিকদের করতালি দিয়ে উৎসাহ দেন।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।