বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে ৪ কেজি গাজা সহ হাসান আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন র্যাব। মঙ্গলবার বেলা ২ টার সময় বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে গাঁজার এ চালান সহ তাকে আটক করা হয়।
আটকৃকত হাসান আলী বোয়ালিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
যশোর র্যাব – ৬ এর কোম্পানি কমান্ডার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের পাকা রাস্তার উপর থেকে গাজা সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত গাজার ওজন ৪ কেজি।
আটককৃত হাসান আলীকে গাজা সহ বেনাপোল পোটর্ থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।