বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলের আওয়ামীলীগ নেতা মগর আলী হত্যার প্রধান আসামি হারুন অর রশীদ ও সামছুর রহমান সহ দুইজনকে আটক করেছে। সোমবার ১০ টার সময় যশোর রেল গেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হারুন (৪০) বেনাপোল পোর্ট থানার কাগমারি গ্রামের নিহত মগর আলীর ভাই আরব আলীর ছেলে ও একই গ্রামের নুরুল হক এর ছেলে সামছুর রহমান। সামছুর রহমান ওই এলাকার একজন চিহিৃত হেরোইন ব্যবসায়ী বলে পরিচিত।
উল্লেখ্য গত ১৬ এপ্রিল বেনাপোল পৌর আওয়ামীলীগের ৪ নং কাগজপুকুর ওয়ার্ড এর সাধারন সম্পাদক মগর আলী পৌর দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।