বেনাপোল প্রতিনিধিঃ
বাংলাদেশের উদীয়মান সফল নারী উদ্যোক্তা বেনাপোলের মেয়ে সাহিদা রহমান সেতু ভারতের কোলকাতায় গ্লোবাল ফেইম অ্যাউয়ার্ডস ২০২১ এ ভুষিত হযেছেন।
নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য ভূমিকার জন্য সম্প্রতি তাকে এই পুরস্কার দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন।
ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে গত ১৫ ডিস্মেবর পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুভূতি ব্যক্ত করে সাহিদা রহমান সেতু বলেন, এটি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের একজন নারী হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত। আর বিপাশা বসু ভারতের একজন নামী তারকা অভিনেত্রী। আমি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য সাহিদা রহমান সেতু যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ি বীর মুক্তিযোদ্ধা এবং নারী শিার পথ প্রদর্শক মৃত হাজী মসিউর রহমান এর একমাত্র কন্যা।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।