নূরজাহান নীরা
( উৎসর্গ এসএসসি ব্যাচ ২০০০।
ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়)
আজ চাঁদের কৃষ্ণপক্ষ তবুও পৃথিবীটাকে কেমন ঝলমলে মনে হচ্ছে।
বাইশটি বছরের পথ কেমন এক পলকে মিশে গেলো-সেই ফেলে আসা পথের বাঁকে।
প্রফুল্ল মনের এ আকুতি হয়ত সেদিন এমন ছিল না!
বোঝা দেখা ভাল লাগা ভালবাসা সকল স্তিতি অগোছালো মনের অন্দরেই ছিল;
যা আজ রঙের পসরায় পাখা মেলেছে দিগন্তে।
সেই সহজ চেনা মুখগুলোর আবছা ছায়ার দোল-
আন্দোলিত মুখরিত সময় অপার ভাল লাগায় হারানো দিন যেন ফিরে পেলাম হাতের মুঠোয়।
বাইশটি বছর পর এ পথের নিশান অভিবাদন তোমাকে- দুই হাজার বাইশ