1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
পাচারের শিকার বিভিন্ন মেয়াদে জেল খেটে ভারত থেকে দেশে ফিরল ১ শিশু ও ৮ নারী সহ ৯ জন - Dainikasharalo.com
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশন এর উদ্দেগে ব্লাড গ্রুপ ও মেডিকেল ক্যাম্পেইন আয়োজন ​আমাদের বেতন ভাতা পোশাক সব কিছু জনগনের ট্যাক্সের টাকায় — এসপি প্রলয় কুমার জোয়ার্দার ছাত্রীদের তোপের মুখে জবির হল খোলা রাখার সিদ্ধান্ত বেনাপোল চেকপোষ্ট কাস্টমস থেকে ১,৭০,০০০মার্কিন ডলার সহ দুইজন আটক বেনাপোল চেকপোষ্ট থেকে বিপুল পরিমান মার্কিন ডলার সহ দুই জন আটক দূর্গাপূজায় সম্প্রীতি নষ্ট করলে কঠোর ব্যবস্থা শার্শায় প্রেমিকের সাথে কিশোরী আটকের পর গণধর্ষনের অভিযোগে গ্রেফতার ২ কয়রায় গবাদিপশুর অবাধ বিচরণে ঘটছে দুর্ঘটনা, জনমনে অশান্তি  সাফে ইতিহাস গড়ে বীরবেশে দেশে চ্যাম্পিয়ন মেয়েরা শিশুদের উন্নয়নে কাজ করছে নড়াইল চাইল্ড ফোরাম
পাচারের শিকার বিভিন্ন মেয়াদে জেল খেটে ভারত থেকে দেশে ফিরল ১ শিশু ও ৮ নারী সহ ৯ জন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১৮ বার পঠিত:

বেনাপোল প্রতিনিধিঃ
ভারতে পাচারের শিকার ৮ নারী ও ১ জন শিশু সহ ৯ জন বিভিন্ন মেয়াদে জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। ভারতের ইমিগ্রেশন পুলিশ বুধবার বিকাল সাড়ে ৫ টার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেনঃ – হবিগঞ্জ জেলার রজব আলীর মেয়ে খুসানা আক্তার (২৪) ও খুসানা আক্তার ছেলে রুহান আক্তার (১বছর ৬মাস), যশোর জেলার শার্শা থানার মিজানুর রহমান এর মেয়ে চম্পা খাতুন (২০) খুলনা জেলার খায়বার মোল্যার মেয়ে খুরশিদা খাতুন (২২) জয়পুর হাট জেলার আনোয়ার হোসেন এর মেয়ে বিজলী খাতুন (২৩) খুলনা জেলার সবুর মোল্যার মেয়ে দিলরুবা (১৯) ফরিদপুর জেলার বাবুল মিয়ার মেয়ে সোনিয়া আক্তার (২০) মুন্সিগঞ্জ জেলার লাল মিয়ার মেয়ে জেসমিন খাতুন (২৩) খুলনা জেলার আবুল হোসেনের মেয়ে সুমি খাতুন (২৩)।

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতের মোম্বাই শহরে পাড়ি জমায়। এরপর সেদেশে বাসা বাড়ি সহ বিভিন্ন কাজ করার সময় পুলিশের কাছে ধরা পড়ে। পরে একটি এনজিও সংস্থার মাধ্যেমে তারা আদালত থেকে লিলুয়া নামে শেল্টার হোমে থাকে। এরপর তারা ১ থেকে ২ বছর মেয়াদে সেখানে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে আজ দেশে ফেরে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার কাছে তুলে দেওয়া হবে।

জাষ্টিস এন্ড কেয়ার এর সমন্বয়কারী রোকেয়া পারভিন বলেন, ফেরত আসাদের যশোর তাদের নিজ শেল্টার হোম রাখা হবে । এরপর পরিবারের সাথে যোগাযোগ করে তাদের নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 
এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com