কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে সরকারী ওয়াবদা রোডের মাটি কেটে ইট ভাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আর এ মাটি কেটে নিয়ে যাচ্ছে সুপারব্রিকস নামে একটি ইট ভাটার মালিক রিকাইল ইসলাম। তাকে সহযোগিতা করছে ওই গ্রামের আর একটি ইট ভাটার মালিক আতাউর রহমান আত্তাব। রিকাইল একটি সন্ত্রাসী বাহিনী লালন করায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ ছাড়া সে ইতিপুর্বে নিজ স্ত্রী সহ দুটি হত্যা মামলার আসামি ছিল। এতে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে নদীর থেকে লবনাক্ত পানি এসে। আবার বর্ষা মৌসুমে নদীতে পানি বেড়ে যাওয়ায় ওই ফসলি জমিতে ভেড়ি না থাকায় পানি উঠে গ্রাম ও প্লাবিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
সুত্র জানায় কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের ওয়াবদা সড়ক এর মাটি কেটে সে ইট তৈরী কাজে ব্যবহার করছে। তার প্রভাব এর কারনে এলাকাবাসি ও প্রতিবাদ করতে পারছে না। কারন এর আগে শালিকার প্রেমে পড়ে তার নিজ স্ত্রী বিউটিকে হত্যা করে সে মামলা থেকে রেহাই পেয়েছে। এছাড়া একই গ্রামের জুলেখা নামেও একটি মেয়েকে পিটিয়ে হত্যা করে সে মামলা থেকে রেহাই পেয়েছে । তার বিরুদ্ধে কেউ কথা বললে তাকে পৃথিবী থেকে সরে যেতে হবে বলে সে হুমকি দেয়। যার ফলে মুখ বুঝে এলাকা বাসি তার অত্যাচার সহ্য করে। সুত্র আরো জানায় এই খুনী রিকাইল এর সহযোগি আত্তাব উদ্দিন। সে তার সকল অপকর্মের সহোযোগিতা করে থাকে। কারন আত্তাপ তার ইট ভাটার পাশাপাশি গাজা ফেনসিডিলের ব্যবসা করে।
এ বিষয় আত্তাব উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এলাকায় চেয়ারম্যান নির্বাচন করব বলে একটি মহল আমার নামে অপবাদ ছড়াচ্ছে। এমনকি আমার আপনজন নজির মোল্যাও আমার নামে অপবাদ ছড়িয়ে সে ওই ইউনিয়নের মোজাম্মেল হক পিকুল এর সাথে কাজ করছে। ওয়াপদা থেকে মাটি কাটা এটা সম্পুর্ন রিকাইলের ব্যাপার । আমি শুনেছি সে মাটি কেটে নিচ্ছে। এ ব্যাপারে সরকারের জনবল রয়েছে দেখার । তারাই দেখে ব্যবস্থা নিবে।
অপরদিকে এলাকাবাসি সরকারী চলাচল এর রাস্তা কাটায় ক্ষুব্ধ। তারা সংবাদপত্রের মাধ্যেমে এর সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের উপরিমহলের কাছে আবেদন জানান।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।