1. dainikasharalo@gmail.com : admin2021 :
  2. sagor201523@gmail.com : AKASH :
  3. anisurrohman2012@gmail.com : anisur : anisur rohman
  4. qtvbanglanews2018@gmail.com : sagor201523@gmail.com :
একটি শিশু হেরে গেলে বেনাপোল ও দেশ হেরে যাবে।। শুধু নিজের সন্তন নয় বাড়ির আশে পাশের শিশুদেরও দেখ ভালের দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে বিত্তবানদের - মেয়র আশরাফুল আলম লিটন - Dainikasharalo.com
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম:
ভারতীয় বাইক বিক্রিতে ফেসবুকে বিজ্ঞাপন, প্রতারিত হচ্ছে মানুষ বেনাপোলে ফেনসিডিল সহ আটক দুই মাদক ব্যবসায়ী বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক বেনাপোলে পৃথক অভিযানে মদ-ফেনসিডিল সহ গ্রেফতার ৩ ভারতে জেল খেটে দেশে ফিরল তিন যুবক ও দুই যুবতী বেনাপোল সীমান্তে ৩ কেজি ৩৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার শার্শায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু শার্শায় ফসলের মাটি গিলে খাচ্ছে ভাটা : প্রভাবশালী সহ জড়িয়ে রয়েছে ইউপি সদস্যরা বেনাপোল পুটখালি সীমান্ত থেকে প্রায় দুই কেজি স্বর্ণসহ আটক ২ হারানো ১ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রশংশিত বেনাপোল পোর্ট থানা পুলিশ




একটি শিশু হেরে গেলে বেনাপোল ও দেশ হেরে যাবে।। শুধু নিজের সন্তন নয় বাড়ির আশে পাশের শিশুদেরও দেখ ভালের দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে বিত্তবানদের — মেয়র আশরাফুল আলম লিটন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৪৬৫ বার পঠিত:

একটি শিশু হেরে গেলে বেনাপোল ও দেশ হেরে যাবে।।
শুধু নিজের সন্তন নয় বাড়ির আশে পাশের শিশুদেরও দেখ ভালের দায়িত্ব নিতে এগিয়ে আসতে হবে বিত্তবানদের
— মেয়র আশরাফুল আলম লিটন


মোঃ আনিছুর রহমান, বেনাপোল থেকেঃ
একটি শিশৃু হেরে গেলে বেনাপোল হেরে যাবে, একটি শিশু হেরে গেল দেশ হেরে যাবে। ওদের জয় পরাজয়ের সাথে বেনাপোলের জয় পরাজয় দেশের জয় পরাজয় ও সন্মান মর্যদা মিশে আছে। তাই শুধু নিজের সন্তান নয় বাড়ির আশে পাশে যে সকল অসচ্ছল শিশু রয়েছে তাদেরও দেখ ভালের দায়িত্ব এই নগরবাসির বিত্তবানদের উপর বর্তায়। এই পৌর সভা এবং সমাজের বিত্তবান শ্রেনীর মানুষের দায়িত্ব পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের শিা, স্বাস্থ্য ও খাদ্য নিশ্চিত করা। আমি আমার দায়িত্বকালীন সময় পৌর সভার উন্নয়নের জন্য সাধ্য ও সামর্থ্য মত চেষ্টা করেছি। আরো উন্নয়নের জন্য এবং হাসপাতাল পার্ক নির্মান ও সংকট কালীন সময়ে পানি ধরে রাখার জন্য ওয়ার ট্রিটমেন্ট প্লান্ট ওভার ট্যাংকের জন্য কাজ চলছে । কথাগুলো বললেন বেনাপোল পৌর সভার মেয়র, ও প্রশাসকের দায়িত্বভার অর্পন – গ্রহন ও পৌর পরিষদের বিদায় সংবর্ধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য মেয়র আশরাফুল আলম লিটন।

বৃহস্পতিবার বেলা ১ টার সময় বেনাপোল পৌর কনফারেন্সরুমে পৌর সভার আয়োজনে পৌর সভার দায়িত্বভার বুঝে নেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক হিসাবে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। এসময় আরো উপস্থিত ছিলেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলর আহাদ আলী, মিজানুর রহমান, জুলেখা খাতুন, জ্যোস্না খাতুন, কামরুন্নহার আন্না, বেনাপোল পৌর আওয়ামীলীগের সিনিয়র নেতা মোজাফফার হোসেন, মতিয়ার রহমান মধু, পৌর যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার সরদার, কায়বা ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল সহ বেনাপোল পৌর সভার টি এল সিসি সদস্য বৃন্দ।

সদ্য বিদায়ী বেনাপোল পৌর মেয়র আশরাফূল আলম লিটন বলেন, আমরা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আবার চলে যাব। তার আগে যে কয়দিন আমরা বেঁচে থাকব সমাজের মানুষের জন্য কিছু করে যাওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমার প্রায় এক যুগ দায়িত্ব থাকার মধ্যে আমি বেনাপোল পৌর সভায় প্রায় ১ শত বিঘা সম্পদ ক্রয় করেছি। তৈরী হয়েছে এই সময় বেনাপোল শহরের প্রবেশদ্বারে দৃষ্টি নন্দন গেইট। বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল পৌর বিয়ে বাড়ি সহ অসংখ্য রাস্তাঘাট কাব। আমার দায়িত্ব কালিন সময় আমি শুন্য হাতে দায়িত্ব নেই। বসার কোন স্থান ছিল না। একটি ভাড়া বাসায় পৌর সভার কার্যক্রম চলত। মানুষ ছিল টাক্স বিমুখ। আমি ইমামদের সাথে বৈঠক করে তাদের বুঝিয়ে শুরু করি ট্যাক্স সহ অন্যান্য উন্নয়নের কার্যক্রম। এই পৌর সভার কিছু বিত্তবান মানুষ ছাড়া বর্তমানে সকল শ্রেনী পেশার মানুষ পৌর ট্যক্স প্রদান করেন।
আমার উন্নয়নের ধারাবাহিকতায় রয়েছে এই পৌর সভায় ৬ হাজার স্কয়ার ফিটের একটি বাড়ি ভাড়া নিয়ে হাসপাতালে কার্যক্রম শুরু। যা আগামি তিন থেকে ৫ বছরের মধ্যে নতুন ডিজাইনে ৬ কোটি টাকা ব্যায়ে ১৬ তলা ভবন নির্মান হবে। সারা বাংলাদেশে মাত্র ১১ টি সিটি কর্পোরেশন ও পৌর সভায় এই আধুনিক হাসপাতাল নির্মান হবে তার মধ্যে রয়েছে যশোর এর বেনাপোল। নির্মান হবে জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন কর্মি নিবাস। এছাড়া ৮ কোটি ৪০ লাখ টাকায় নির্মান হবে ওভার ট্যাংক। যা সংকটকালীন সময়ে ব্যবহার হবে। এর ফাইল সৌদি আরব সরকারের কাছে রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ইতিমধ্যে আমি চিঠি দিয়েছি। পৌর সভার হাকর নদী খনন করে পরিবশে ফিরিয়ে আনা হবে। যার জন্য ইতিমধ্যে পাশ হয়েছে ৫ কোটি টাকা । অতি দ্রুত টেন্ডার হবে। কারন সবুজ পানি আমাদের পরিবেশ এর জন্য প্রয়োজন। দেশের ৬৪ টি জেলায় সরকার নির্মান করবে ৬৪ টি পার্ক। তার মধ্যে যশোর জেলার বেনাপোলে ও নির্মান হবে একটি আধুনিক মানের পার্ক।

তিনি আরো বলেন একজন মানুষ শুধু জনপ্রতিনিধি সরকারের উচ্চপর্যায় গেলে কাজ আনতে পারে না। এবং সব উন্নয়ন করতে পারবে এটা ভুল কথা। তার কারন তার থাকতে হবে ব্যক্তিগত সম্পর্ক,স্বদিচ্ছা, যোগাযোগ ও মানসিকতা। আপনারা এরকম মানুষ দেখে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আপনারা জানেন বেনাপোল পৌরসভাকে পিছিয়ে দেওয়ার জন্য কিছু মানুষ রয়েছে এবং চেষ্টা ও করেছে। আমি কিন্তু সে দিকে সময় নষ্ট না করে বেনাপোল পৌর সভাকে এগিয়ে নিয়ে দেশ বিদেশে সন্মানের জায়গায় নিয়ে গেছি। আমি এই পৌর সভার প্রতিটি পাড়ায় মহল্লায় অলি গলিতে এল ইডি বাল্ব লাগিয়েছি। এক শ্রেনীর মানুষ বিরোধিতার জন্য সে সব্ লাইট ভেঙ্গে ফেলেছে ।
সবশেষে তিনি বলেন এই পৌরসভায় আমি মুল্যবান মানুষ না। একজন হাজার কোটি টাকার মানুষ ও যে মুল্যবান না তার চেয়ে মুল্যবান আপনারা । কারন আমরা যা দিতে পারব না এই পৌরসভা আপনাদের দিতে পারবে। এই পৌর সভার সকল সম্পদের মালিক আপনরা। আজ প্রশাসক নিয়োগ হচ্ছে। কাল মেয়র আসবে আবার চলে যাবে কিন্তু আপনারা থাকবেন । তাই এই সম্পদের মালিক আপনারা।
এরপর মেয়র শার্শা উপজেলা নির্বাহী অফিসারকে পৌরসভার নতুন প্রশাসক হিসাবে যোগদানের জন্য দায়ত্ব অর্পন করেন। এবং উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে নতুন অতিথিকে বরন করে নেন। নতুন প্রশাসক নারায়ন চন্দ পাল ও মেয়র আশরাফূল আলম লিটনকে ফুলের তোড়া তুলে দিয়ে দায়িত্ব বুঝে নেন। এবং উভয়ে গ্রহন ও অর্পন ফাইলে স্বার করেন।
পৌর সভার প্রধান সহকারী আব্দুল্লাহ আলম মামুন রনি বলেন আমি সারাদেশের পৌর সভার একজন নেতা হিসাবে দেখেছি ৩২৭ টি পৌর সভায় ৫ থেকে ৬ মাস বেতন ভাতা বকেয়া। আমাদের পৌর সভায় মেয়র সাহেব চলে যাওয়ার সময় কোন বেতন ভাতা বাকি নেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সচিব সাইফুল ইসলাম।

 




এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ




স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২    বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।

 
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!