বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোলে পলাতক গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ৯ জন আসামি আটক হয়েছে। গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযানে বিভিন্ন গ্রাম থেকে এসব আসামিদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার বেলা ১১ টার সময় তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
আটকৃতরা হলো ঃ – বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের মতলেব মোড়ল এর ছেলে সামাদ মোড়ল (৩০) বারপোতা গ্রামের ওমর আলীর ছেলে কুরাবান আলী (৩৪) একই গ্রামের আনসার আলীর ছেলে কবির হোসেন (৪৫) ভবেরবেড় গ্রামের আবুল কালাম এর ছেলে বাবু (২২) ও তার সহোদর ছোট বাবু (২০) দিঘিরপাড় গ্রামের আতিয়ার রহমান এর ছেলে বাবলু মোড়ল (৩৪) ভবেরবেড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) একই গ্রামের রফি মোড়লের ছেলে সোবহান (২৯) ও বারপোতা গ্রামের রবিউল এর ছেলে শাহজামাল (৩০)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, এরা মাদক সহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসমি। আসামিদের যশোর বিজ্ঞ আদালতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হয়েছে।
স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ বিঃদ্রঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনের জন্য অপেক্ষামান।