দৈনিক আশার আলো মূলত একটি সংবাদ পত্র (প্রিন্ট মিডিয়া)। ২০১৯ সালের সংবাদপত্র নিবন্ধন কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয় হঠাৎ ডিক্লারেশন ও নিবন্ধন বন্ধ হয়ে যাওয়ায়, দৈনিক আশার আলো বর্তমানে যশোর জেলার বেনাপোল চেকপোষ্ট থেকে নিয়মিত অনলাইন পোর্টাল হিসাবে কার্যক্রম সম্পাদন করেছে এবং দৈনিক আশার আলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদফতর ও তথ্য মন্ত্রণালয়ের, অনলাইন নিউজ প্রকাশনার নিবন্ধনের নিয়ম অনুসারে ২০১৬ সালে নিবন্ধনের জন্য ও আবেদন করা হয়েছে।
বি:দ্র: প্রিন্ট পত্রিকার ডিক্লারেশন ও নিবন্ধন চালু হলে দৈনিক আশার আলো প্রিন্ট মিডিয়া হিসাবে কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিনিধিদের জন্য অবশ্যই পালনীয় বিষয়:
√ আপনার নিউজ/সংবাদ অবশ্যই রাত ৯.৩০ মিনিটের মধ্যে হবে।
√ আপনার নিউজ/সংবাদ খুবগুরুত্বপূর্ণ হলে অবশ্যই রাত ১০.৩০ মিনিটের পর্যন্ত পাঠাতে পারবেন।
√ আপনার নিউজ/সংবাদ ফনিটিক বা সুতনি ফন্ট ব্যবহার করতে পারবেন।
√ আপনার নিউজ/সংবাদ রাত ১০.৩০ মিনিটের পর পাঠালে পরের দিন প্রকাশিত হবে।
√ আপনার নিউজ/সংবাদ পাঠিয়ে কল করার প্রয়োজন নাই। সময় ও নিয়ম অনুসারে তা প্রকাশিত হবে।
√ আপনার নিউজ/সংবাদ শুধু মাত্র এই ইমেলেই পাঠাতে হবে [dainikasharalo@gmail.com] অন্য কোন ভাবে নয়।
√ আপনার নিউজ/সংবাদটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রাখতে হবে ।
√ পত্রিকার ফেসবুক পেজ সবার মাঝে শেয়ার করতে হবে, যাতে সবাই নিউজ ফেসবুকের মাধ্যমে পড়তে পারে।
√ প্রতিষ্ঠানের অনুমতি ব্যাতিত কোন রকম আইডিকার্ড বা ভিজিটিং কার্ড করা যাবে না।
√ প্রতিষ্ঠানের নাম্বার : 01972-115627 আপনার মোবাইলে সেভ রাখুন।
√ আপনার নিউজ/সংবাদের হেড লাইন অন্য পত্রিকা থেকে অবশ্যই পৃথক হতে হবে।
√ আপনার নিউজ/সংবাদের ছবি অন্য পত্রিকা থেকে অবশ্যই পৃথক হতে হবে।
আপনি যদি দৈনিক আশার আলো কর্তৃক মনোনিত হন তবে-
√ আইডি/প্রেস কার্ড।
√ ভিজিটিং কার্ড।
√ প্যাড ও কলম।
√ টিশার্ট।
√ স্ট্রিকার।
দৈনিক আশার আলো নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে সব সময় জাতীয় স্বার্থ নীতি অনুসরণ করে। জাতীয় স্বার্থবিরোধী কোন সংবাদ প্রচার করে না।