নূরজাহান নীরা
‘ডাইলেতে লড়িচড়ি বৈও চাতকি ময়নারে
গাইলে বৈরাগীর গীত গাইও’
এই দরদী গানটি বার বার, কত শত বার যে শুনেছি, তার হিসেব নেই। অনেকেই শুনেছেন,শোনেনও;তবে এই গানের রচয়িতা কে, অনেকে জানেন না।এমন অনেক গান,কবিতা,ছড়া শতাব্দীর পর শতাব্দী বয়ে চলে মানুষের মুখে মুখে কাল অতিক্রম করে মানুষের হৃদয় জয় করে। তেমনি এক কালজয়ী সাহিত্য প্রতিভা আস্কর আলী পন্ডিত।আজ থেকে প্রায় শত বছর আগে আমাদের ছেড়ে যাওয়া আস্কর আলী পন্ডিতের গানে এক ধরনের বিরহ খেলা করে। তার জীবনের পাওয়া না পওয়া গান হয়ে ঝরেছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আজকের প্রেক্ষাপটেও আস্কর আলী পন্ডিতের গান আধুনিক।যেমন-
কি জ্বালা দিয়ে গেলা মোরে
নয়নের কাজল পরানের বন্ধুরে
না দেখিলে পরান পোড়ে।
না রাখি মাটিতে ,না রাখি পাটিতে
না রাখি পালঙ্কের উপরে
সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে
ভিড়িয়ে রেশম ডোরে।
বন্ধু পরবাসী,পরের ঘরে আসি
এত ঘুম কেন ধরে,
কয়লা করে ধ্বনি,পহায়লো রজনী
কয়লা করে ধ্বনি,পহায়লো রজনী
না ডাকি ননদিনীর ডরে।।
নারীর প্রেম গাছে কি টোনা কইরাছে
বস্ত্র খসি খসি পড়ে
কহে আস্কর আলী
সাধু শত জানি
উদাসী বানাইল মোরে।
আস্কর আলী পন্ডিত একজর প্রাচীন পুঁথি রচয়িতা।পুঁথি ছিল বাংলা সাহিত্যের আদি নিয়ামক।আস্কর আলী ছিলেন সেই নিয়ামকের একজন ধারক।আস্কর আলী পন্ডিত ছিলেন একাধারে গায়ক,গীতিকার,সুরকার,পুঁথিকার,পদকার,ও কন্ঠশিল্পী।উনিশ- বিশ শতকেও মধ্যযুগ-অবক্ষয় যুগের অনুসরণে সাহিত্য চর্চা চলে। আস্কর আলী পন্ডিত এই সময়ে নিরলস ভাবে নিরন্তর সাহিত্য রচনা করেন।লোকসমাজে জন্ম হওয়ায় একদিকে লোকসংস্কৃতি অপর দিকে লোকসমাজে লিখিত ও মৌখিক ভাবে লালিত মূল ধারার বাংলা সাহিত্য দ্বারা তীব্র প্রভাবিত হন তিনি। ফলে তার থেকে লোকসাহিত্য ও মূলধারার বাংলা সাহিত্য উভয়ই আমরা পাই।লোকসাহিত্যে তার উল্লেখযোগ্য রচনা হলো-
কি জ্বালা দিয়ে গেলা মোরে,ডাইলেতে লড়িচড়ি বৈও চাতকি ময়নারে। মূলধারার বাংলা সাহিত্যে তার উল্লেখযোগ্য রচনা-জ্ঞান চৌতিসা ও পঞ্চসতী প্যারাজন।
এই প্রতিভাবান ব্যাক্তি ১৮৫৫(মতান্তরে ১৮৪৬) সালে চট্টগ্রামে জন্ম গ্রহন করেন। তবে তার জন্মস্থান নিয়ে গবেষকদের ভিন্নমত রয়েছে।কারো কারো মতে তিনি জন্ম গ্রহন করেন সাতকানিয়া উপজেলার পুরানগড় গ্রামে আর স্থায়ীভাবে বসতী গড়েন পটিয়া উপজেলার শোভনদন্ডী গ্রামে। কারো কারো মতে তিনি জন্ম গ্রহন করেন শোভনদন্ডী গ্রামেই। জ্ঞান চৌতিসা নামক তার এক লেখনীতে তিনি তার নিজ আত্মকথা বর্ণনা করেছেন এভাবে-
তথা হীন মুই দীন আস্কর আলী নাম
দুঃখের বসতী এই শোভনদন্ডী গ্রাম।
ধনজন হীন আর বুদ্ধি বিদ্যাহীন
তেকারণে নিজ কর্মে নয় মনলিন।
জনক মোশরফ আলী গুণে সুরচির
তান পিতা নাম শ্রেষ্ঠ দোলন ফকির।
আস্কর আলীর পিতার নাম ছিল মোশারফ আলী,পিতামহ দোলন ফকির,প্রপিতামহ নাছির মোহাম্মদ।তার শিক্ষাজীবন ও বাল্যকাল সম্পর্কে জ্ঞান চৌতিসা রচনায় লিখেছেন-
ধনজন হীন বিদ্যা শিখিতে না পারি
কিঞ্চিত দিলেন প্রভু সমাদর করি।
ব্যাক্তিগত জীবনে আস্কর আলীর ছিল তিন স্ত্রী রাহাতুন নেছা,মিছরিজান ও আতরজান।তিনি ছয় সন্তানের জনক ছিলেন।
কবি আস্কর আলী ছিলেন সুফিবাদী দার্শনিক ও প্রেমিক কবি।তার পীর ছিলেন মুজিবুল্লাহ সুলতানপুরী। এছাড়াও তিনি চান্দনাইশের সাতকানিয়া গ্রামের প্রখ্যাত পীর ফয়জুর রহমানের দরবারে যাতায়েত করতেন।কবি আস্কর আলী স্বীয় পীর সম্পর্কে লিখেছেন-
কয় হীন আস্কর আলী সুখ ছড়ি ফকির
মুরশিদ আমার মুজিবুল্লাহ মাইজভান্ডারী পীর।
গুণী এই কবি পেশায় ছিলেন লোকজ চিকিৎসক বা কবিরাজ। তিনি দলিলও লিখতেন এবং গৃহস্থালীর কাজকর্ম করেই সংসার চালাতেন।তিনি মক্কা শরীফ গিয়ে পবিত্র হজ্জ্ব পালন করেন।তার প্রপিতামহ ছিলেন হাজী।
কবি ছিলেন মধ্যযুগের কবিগুরু সৈয়দ সুলতানের ভাবশিষ্য।
কালোত্তীর্ণ সাহিত্য প্রতিভা- আস্কর আলী পন্ডিত অসংখ্যা গ্রন্থের রচয়িতা। এর মধ্যে জ্ঞান চৌতিসা,পঞ্চসতী প্যারাজন,হাদিসবাণী(কাব্য),নন্দবিলাস,নন্দসাগর,গীত বারমাস(প্রথম ও দ্বিতীয় ভাগ),হাফেজ বাহাদুর(প্রথম থেকে চতুর্থ ভাগ),বর্গ সাস্ত্র বা মাত্রি-ভাষা এগুলো মূলত গানের সংকলন।
তার আধ্যাত্ম চেতনার একটি গানÑ
বসি রইলি ও মন কার আশে
রঙের বাজার ভাঙ্গি যাইব চোখের নিমিষে
তেল থাকিতে বাত্তি নিভে কালতুফানের বাতাসে।
গুরু পদ ধরি হীন আস্কর আলী কয়
সময়ে না করলে সাধন অসময়ে কি হয়…
চট্টগ্রামের আঞ্চলিক গানের প্রধান রূপকার ছিলেন আস্কর আলী পন্ডিত।আঞ্চলিক ভাষার ব্যবহারকে গানে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। চট্টগ্রাম থেকে তার গান মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে। উনিশ শতকের মাঝামাঝি থেকে বর্তমান পর্যন্ত চট্টগ্রামে আবির্ভূত লোককবিদের একমাত্র পথিকৃত কিংবা মূলধারার বাংলা সাহিত্যের অন্যতম একমাত্র কবি হলেও আস্কর আলী পন্ডিতের তেমন কোন মূল্যায়ন হয়নি।আস্কর আলী পন্ডিতের গানের ভাব সাগরে ডুব দিয়ে রতœ খুঁজে নিবেন সংগীত ও সাহিত্যের রূপজীবীরা অনন্তকাল এমনিভাবেই।
Precio De Cialis En Andorra sertraline overnight History Of Amoxicillin Viagra Pagamento Contrassegno Achat Propecia
Cytotec En Tunisie Buy Ketorolac No Rx Us viagra online pharmacy Buy Now Provera In Internet Secure Ordering Store Cheap
Acheter Lioresal Finasteride Vs Minoxidil Propecia Buy Generic Nexium No Prescription cialis dapoxetine overnight shipping Amoxicillin Weight Dose Marca Propecia
Elocon 5g Elocon Cream Comprare In Italia On Line Il Viagra Clomid Indication Clomiphene cialis from canada How To Order Alli Online In Europe Viagra Online Kaufen Erfahrung Cialis At Walgreens