বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার কুচেমোড়া নামক স্থানে দু’ুদল মাদক ব্যবসায়ির বন্দুক যুদ্ধে অজ্ঞাত এক নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা স্থল থেকে অস্ত্র, গুলি ও গাজা উদ্ধার হয়।
বুধবার ভোর ৪ টার সময় পুলিশ নিহতর লাশ উদ্ধার করে।
এলকাবাসী জানায়, কুচেমোড়া নামক স্থানে ভোর বেলায় গুলাগুলির শব্দ পাওয়া যায়। এরপর ঘটনাস্থানে যেয়ে এক অপরিচিত ব্যাক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় পুলিশের একটি গাড়িও সেখানে দেখা যায়।
শার্শা থানার ডিউটি অফিসার টেলিফোনে এ প্রতিবেদককে জানায়, শুনেছি একটি লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এবং সেখান থেকে অস্ত্র ও উদ্ধার হয়েছে। থানায় এখনও কোন বিস্তারিত সংবাদ আসে নাই।
শার্শা থানার এস আই কবির হোসেন বলেন, দুইদল মাদক ব্যবসায়ির মধ্যে বন্দুক যুদ্ধে একজন অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাজা উদ্ধার করে।
এ ব্যাপারে শার্শা থানা ওসি এম মশিউর রহমানকে কয়েকবার তার মোবাইল ফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নাই।
Leave a Reply