আশার আলো ডেস্কঃ
গুঞ্জনটা অনেক দিনের। প্রায় তিন বছর আগের কথা। সেই সময় বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমের যাত্রা শুরু হয় ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। তিন বছর পর অবশেষে বাগদান সেরে নিজেদের প্রেমের পূর্ণতা প্রকাশ করলেন পরীমণি-তামিম জুটি। তামিম গণমাধ্যমকর্মী। এ ছাড়া একটি বেসরকারি রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘লাভগুরু’র উপস্থাপক।
গতকাল বৃহস্পতিবার ভালোবাসা দিবসটিকে বেছে নিয়েছেন তারা। ২০১৬ সালের একই দিনে তারা হাতে হাত রেখে বাহুডোরে বাধা পড়েছিলেন। বাগদান হয়েছে দুই পরিবারের সম্মতিতেই।
বিষয়টি নিশ্চিত করে পরীমণি গণমাধ্যমকে বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে বাসায় বসে বাগদান সম্পন্ন হয়েছে। এখনও অনেক প্রোগ্রাম বাকি রয়েছে। সেগুলো সবাইকে জানিয়ে সবাইকে নিয়েই করতে চাই।’
বিয়েটাও ভালোবাসা দিবসেই করতে চান এমনটি জানিয়ে পরীমণি বলেন, ‘কোনো এক ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করতে চাই।’
শুধু তাই নয়, নায়িকা তার ফেসবুকেও নিজের এই সুসংবাদটি জানান দিয়েছেন। ভক্তরাও তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। সেই সঙ্গে পরী বেশ কিছু ছবিও শেয়ার করেছেন সোশ্যাল সাইডে।
Cialis Acquistare On Albendazole Cheap Tadalafil Soft Tabs cheap cialis online Compra Cialis Espana Levitra En Generique Keflex 500mg 3 Times A Day
Au Priligy How To Buy Elocon By Money Order Tablets Amoxicillin Potassium Clavu Tab 500mg п»їcialis Cheap Antabuse Amoxicillin Pancreatic Toxicity Acquista Viagra Italiano