কালিয়ার কাঞ্চনপুর গ্রামের সুপার ব্রিকস এর মালিক রিকাইল ভাটার ব্যবসার অন্তরালে মাদক ব্যবসা করে জিরো থেকে হিরো
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলার কালিয়া উপজেলায় ইট ভাটা ব্যবসার অন্তরালে চলছে মাদক কেনা বেচা। উপজেলার কাঞ্চনপুর গ্রামে নিউ সুপার ব্রিকস এ মাদক ব্যবসা করে ভাটার মালিক রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। দুটি হত্যা মামলার আসামি রিকাইল মাত্র কযেক বছরে এত বিত্ত বৈভবের মালিক হওয়ায় এলাকায় নানা গুঞ্জন চলছে। সে গ্রামে আলীশান বাড়ি সহ খুলনা, কালিয়া, নড়াইল সহ একাধিক জায়গায় জমি ক্রয় করেছে। তার ইট ভাটার উপার্জনের সাথে এ আয় সমঞ্জস্য নয় বলে এলাকার লোক মন্তব্য করে।
রিকাইল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আকরাম শেখ এর ছেলে।
রিকাইল তার স্ত্রী বিউটি খাতুনকে গত ২০০৭ সালে হত্যা করে। এরপর তার ভাতিজার সাথে সম্পর্কের কারনে জুলেখা নামে এক যুবতীকে শালিশের মধ্যে ২০১২ সালে পিটিয়ে হত্যা করে। এরপর সে টাকার বিনিময়ে কৌশলে সকলকে ম্যানেজ করে দুটি হত্যা মামলা থেকে রেহাই পায়। বর্তামানে সে ওই ভাটায় গাজা, ইয়াবা, ও ফেনসিডিলের ব্যবসা করে বলে নির্ভরযোগ্য সুত্র দাবি করে। সে অর্থের জন্য এলাকায় কাউকে বিন্দু মাত্র মুল্যায়ন করে না।
কাঞ্চনপুর গ্রামের আবুল হোসেন বলেন সম্প্রতি রিকাইলের ইটভাটা থেকে গাজা সহ বশির এর ছেলে আরামন, খয়বারের ছেলে আতাউর সহ কয়েকজন পুলিশের কাছে আটক হয়। এরপর রিকাইল বড় অংকের অর্থের মাধ্যেমে তাদের ছাড়িয়ে রাখে। রিকাকইল তার ডান হস্ত হিসাবে ব্যবহার করে ওই গ্রামের আর একটি ইটভাটার মালিক আতাউর রহমান ওরফে আত্তাফ নামে একজন যুবককে। এদের কাছে এলাকায় ত্রাস সৃষ্টির জন্য আগ্নেয়াস্ত্র আছে বলে সুত্রটি দাবি করে।
তার ইটভাটাটি নদীর কুলে ফেরিঘাট সংলগ্ন হওয়ায় তার মাদক ব্যবসা করতে সুবিধা হয় । নদীর কুলে ওই ভাটায় সে এসব মাদক এনে লুকিয়ে রাখে তারপর সেখান থেকে পাইকারি ও খুচরা বিক্রি করে এসব অর্থ বিত্ত বৈভবের মালিক বনে গেছে। সাধারন মানুষের প্রশ্ন এসব অবৈধ অর্থের যোগান কোথা থেকে তা মানুষ জানতে চায়।
Leave a Reply