আশাদুজ্জামান আশা বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা নাভারন এলাকা থেকে শনিবার দুপুরে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) ইউএস ডলারসহ ২ জন হুন্ডি ব্যবসায়ী কে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো চাঁদপুর জেলার রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০)ও কুমিল্লা জেলার মফিজুল ইসলাম এর ছেলে আশরাফুর ইসলাম (২৮)
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সেলিম রেজা জানান গত ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ ২.৪০সময় শার্শার উলাশী বাজারের পাকারাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। ওই প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকায়িত ৫০ বান্ডেল ইউএস ডলার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মুল বাংলাদেশী টাকার ৪,৪০,০৫,৩০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুন্ডি ও স্বর্ণ পাচারের সাথে জড়িত রয়েছে বলে শিকার করে।
তবে এই ডলারের চালান বিজিবি শনিবার আটক করলেও তা রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যেমে জানানো হয়।
Leave a Reply