বেনাপোল প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোং লুৎফুল কবিরকে অবিলম্বে অব্যাহতি ও দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে খুলনা কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন ( খুকাএভ) । সোমবার সকালে বেনাপোল কাস্টমস হাউজে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন যুগ্ম কমিশনার লুৎফুল গত বুধবার অফিস রুমে সহকারী রাজস্ব কর্মকর্তা ভবেশ চন্দ্র বিশ্বাস এর সাথে অসদাচরন করেন। এ সময় তিনি ওই কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে তার ফাইল ছিড়ে ফেলেন লুৎফুল কবির। ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পরও এনবিয়ার থেকে কোন পদক্ষেপ না নেওয়ায় সারাদেশে সহকারী কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
খুকাএভ এর সভাপতি রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান পায়েল বলেন যুগ্ম কমিশনার লুৎফুল কবিররের অব্যাহতি সহ দৃষ্ঠান্ত মুলক শাস্তি চাই। অন্যথায় সাময়িক কর্মবিরতি সহ আরও কর্মসূচি দেয়া হবে বলে জানান তারা।
মোঃ আনিছুর রহমান
Leave a Reply