আশার আলো নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের তাণ্ডবে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। এখনো এর কোনো প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। গোটা বিশ্বে এখন পর্যন্ত করোনাযুদ্ধে প্রাণ দিয়েছেন ৭ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। আর করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৬ লাখ ২৮ হাজারেরও বেশি। তবে ইতোমধ্যে প্রাণঘাতী এই ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি লাখ ৩৫ লাখ ২৬ হাজার মানুষ।
করোনা নিয়ে প্রতিদিন আপডেট দিচ্ছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটার। সংস্থাটির ১২ আগস্ট রাত সোয়া ১০টার হিসাব অনুসারে এসব তথ্য জানা যায়।
করোনা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনার সংক্রমণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটি। এ দেশটিতে মোট মৃত্যু ১ লাখ ৬৮ হাজারের বেশি। দেশটিতে ৫৩ লাখ ২২ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত।
এদিকে আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্ত ৩১ লাখ ১২ হাজার। মারা গেছে ১ লাখ ৩ হাজারের বেশি।
ভারত রয়েছে তৃতীয় স্থানে। দেশটিতে মোট আক্রান্ত ২৩ লাখ ৭৬ হাজার। মোট মৃত্যু ৪৬ হাজার।
রাশিয়ায় মোট আক্রান্ত ৯ লাখ ২ হাজার। মোট মৃত্যু ১৫ হাজারের বেশি। যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৩ হাজার। মারা গেছে ৪৬ হাজার ৭০৬ জন।
Leave a Reply