নাহিদ পারভেজ শুভ,বেনাপোল প্রতিনিধিঃ
শার্শা গোগা সীমান্ত থেকে ৫৯০ বোতল ফেনসিডিল সহ শরিফুল নামে একজন মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি। তবে ফেনসিডিলের মুল মালিক গোগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলে স¤্রাট বলে বিজিবি অভিযোগ করেছে।
শুক্রবার সকালে উপজেলার গোগা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল গোগা গ্রামের হান্নানের ছেলে।
২১ বিজিবি গোগা ক্যাম্পের সুবদোর ফুল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পার হয়ে আসলে ফেনসিডিল সহ শরীফুলকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ফেনসিডিলের মুল মালিক ৬ নং গোগা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলে বলে তিনি জানান। তিনি বলেন ফেনসিডিল আটকের পর মালের মালিক রশিদ চেয়ারম্যান এর ছেলে স¤্রাট বলে শরিফুল দাবি করে। স¤্রাটকে আসামি করে মামলা দিয়ে শরীফুলকে শার্শা থানায় চালান দেওয়া হয়েছে।
আটককৃত শরিফুল বলেন , ফেনসিডিলের মুল মালিক রশিদ চেয়ারম্যান এর ছেলে বলে দাবি করে।
স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্ষমতার অপব্যবহার করে স¤্রাট দীর্ঘ দিন ফেনসিডিলের ব্যবসা করে আসছে। তার পিতা চেয়ারম্যান হওয়ার জন্য সে দাপটের সহিত এসব অবৈধ মাদক ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে চেয়ারম্যান আব্দুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিজিবি শরীফুলকে আটক করে মারধর দিয়ে আমার ছেলের নাম বলতে বলেছে। বিজিবি এ কাজটি ঠিক করে নাই। আমরা জনপ্রতিনিধি হিসাবে ও বিজিবির রোষানল থেকে বাঁচতে পারছি না।
These are in fact great ideas in regarding blogging.
You have touched some pleasant points here.
Any way keep up wrinting.
Абсолютно с Вами согласен.
Идея отличная, поддерживаю.